
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাঁর মাথাকে। এমনই দাবি নিয়ে এক ব্যক্তি গেলেন কোর্টে। মামলা উঠতেই অবাক বিচারপতিরা। শেষপর্যন্ত আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আবেদনটাই উদ্ভট বলে জানিয়ে দিলেন, বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর একটি বেঞ্চ।
জানা গিয়েছে, যিনি দেশের সর্বোচ্চ আদালতে এই আবেদন জানিয়েছিলেন তিনি পেশায় একজন শিক্ষক। তাঁর দাবি ছিল, হিউম্যান ব্রেন রিডিং মেশিনারির সাহায্যে ফরেনসিক ল্যাবরেটরিতে ম্যানুপুলেট করা হচ্ছে তাঁর মাথাকে। এই ডিভাইস যেন দ্রুত নিষ্ক্রিয় করে দেওয়া হয়।
প্রথম এই আবেদনটি ওঠে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে। সেখানে তিনি বলেন, সম্মতি ছাড়াই তাঁর উপর মেশিনটি ব্যবহার করা হচ্ছে। উল্টোদিকে সিএফএসএল এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) একটি পাল্টা হলফনামা জমা দিয়ে জানায়, আবেদনকারীর উপর কখনই কোনও ফরেনসিক পরীক্ষা করা হয়নি। এই জন্য কোনও মেশিনও ব্যবহার করা হয়নি। গত দু'বছর আগে হাইকোর্ট ২০২২ সালের নভেম্বরে আবেদনটি খারিজ করে দেয়। হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় এই অভিযোগের কোনও ভিত্তি নেই।
এরপর আবেদনকারী হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি বিশেষ পিটিশন দাখিল করেন। গত ২৭ সেপ্টেম্বর, ২০২৪ -এ, সুপ্রিম কোর্ট এই অদ্ভুত দাবি দেখে বিস্ময় প্রকাশ করে। কিন্তু আবেদনটি খারিজ করার পরিবর্তে, সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটিকে (এসসিএলএসসি) নির্দেশ দেয় পুরো বিষয়টি খতিয়ে দেখতে। প্রয়োজনে মাতৃভাষায় যোগাযোগ করতে।
এই কমিটি খতিয়ে দেখে জানিয়ে দেয়, এই ধরনের কোনও মেশিনের সঙ্গে ওই ব্যক্তির কোনও সম্পর্ক নেই। সবটাই তাঁর মনের ভুল। এরপরই চূড়ান্ত নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলে, লোকটির দাবিটি অবাস্তব। লোকটি দাবি করছেন, এমন কিছু মেশিন ব্যবহার করা হচ্ছে যা তাঁর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। এটার বাস্তবে কোনও ভিত্তি নেই। এরপর সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও